বিমানের সিটের নিচে মিললো সাড়ে ৪ কোটি টাকার সোনা

আজ শনিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে।

বিমানের সিটের নিচে মিললো সাড়ে ৪ কোটি টাকার সোনা

প্রথম নিউজ, ঢাকা: দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৫৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ শনিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার যৌথ টিম বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা দল অভিযান শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের সিট নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫৬টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকরা ৫৬টি স্বর্ণবারের ওজন সাড়ে ছয় কেজি। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে বিজনেস ক্লাসের সিটে কোনো যাত্রী ছিল না।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার পাশপাশি কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom