বাবা-ভাইকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

বাবা-ভাইকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রথম ‍নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবা ও ভাইকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত আবু সাঈদ (২২) একই এলাকার মো. নাজিরের (৫৪) ছেলে। এই ঘটনায় সাঈদের ছোট ভাই ফাহিম (১২) ও বাবা নাজির আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মালিকের নির্দেশনা অনুযায়ী বাবা নাজির ও ছোট ভাই ফাহিম ট্যাংকলরিটি পরিষ্কার করতে শুরু করেন। একপর্যায়ে তারা তেলের লরির ভেতরে পড়ে যান। ভেতর থেকে বাবা ও ভাইয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে উদ্ধারে নামেন সাঈদ। কিছুক্ষণ পর এলাকাবাসী আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় সুফিয়া হাসপাতালে ভর্তি করেন। এসময় সাঈদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


আহত নাজিরের দাবি, তারা গাড়িতে ফার্নেস অয়েল থাকার কথা জানলেও বিষাক্ত কেমিক্যাল ছিল। এটা তারা জানতেন না। সাঈদ এসও রোডের ইসমাইলের তেলের লরির চালক ছিলেন।  

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, ট্যাংকলরিটি পরিষ্কার করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।