বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু, ট্রেন চলাচল বন্ধ

বন্যার পানির স্রোতে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেল সেতুটির দুপাশের মাটি সরে গেছে।

বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু, ট্রেন চলাচল বন্ধ

প্রথম নিউজ, নেত্রকোনা: গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার (১৭ জুন) রাতভর টানা বর্ষণের ফলে বন্যার পানির স্রোতে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেল সেতুটির দুপাশের মাটি সরে গেছে।

ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়েছে হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি। 

আজ শনিবার  সকাল ১১টার দিকে বারহাট্টা রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানীর সাথে কথা হলে তিনি ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নেত্রকোনার সাথে ঢাকা-ময়মসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়নসিংহগামী যাত্রীরা। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom