বদলে যাবে টুইটারের লোগো, নীল পাখির বিদায়!
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্ক রোববার বলেছেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চাচ্ছেন। টুইট করে তিনি বলেছেন, শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডের লোগো পরিবর্তন করব, ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব। টুইটারে রাত ১২টা ৬ মিনিটে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিলিয়নিয়ার মালিক যোগ করেন, যদি আজ রাতের মধ্যে এক্সের মতো ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বজুড়ে তা চালু করব।
মাস্ক এক্স এর ঝিকিমিকি একটি ছবি পোস্ট করেন এবং পরে এক টুইটার স্পেসে অডিও চ্যাটে জবাবে বলেন, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, টুইটারের লোগো পরিবর্তন হবে কি না। তিনি বলেন, এটি অনেক আগে করা উচিত ছিল।
গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অস্থির সময় পার করে মাইক্রোব্লগিং সাইটটি। তিনি মূল প্রতিষ্ঠানের নাম রাখেন এক্স কর্প, যা চীনের উইচ্যাটের মতো একটি সুপার অ্যাপ তৈরির ক্ষেত্রে এই বিলিয়নিয়ারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। টুইটারের ওয়েবসাইট বলছে, নীল পাখির ছবিটি, তাদের সবচেয়ে স্বীকৃত সম্পদ। এ কারণে তারা এর বিষয়ে বেশ রক্ষণশীল।