বাথরুম থেকে মার্কিন পপস্টারের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির বাথরুম থেকে মার্কিন পপস্টার অ্যারন কার্টারের লাশ উদ্ধার করেছেন পুলিশ

বাথরুম থেকে মার্কিন পপস্টারের লাশ উদ্ধার
বাথরুম থেকে মার্কিন পপস্টারের লাশ উদ্ধার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির বাথরুম থেকে মার্কিন পপস্টার অ্যারন কার্টারের লাশ উদ্ধার করেছেন পুলিশ। মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন এই খ্যাতিমান মার্কিন গায়ক ও র‌্যাপার।

শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদেন বলা হয়েছে, বিখ্যাত ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ তারকা নিক কার্টারের ভাই ছিলেন অ্যারন। শৈশবেই তারকাখ্যাতি পাওয়া অ্যারন গানের জগতে প্রবেশ করেন ব্যাকস্ট্রিট বয়েজের সঙ্গে পারফর্ম করে। পরে একক শিল্পী হিসেবে পেয়েছেন ইর্ষণীয় সাফল্য।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯৭ সালে মাত্র ৯ বছর বয়সে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম, যা বিক্রি হয় মিলিয়ন মিলিয়ন কপি। একে একে কিশোর অ্যারনের বেশ কয়েকটি অ্যালবাম আলোড়ন তোলে বিশ্বে। উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য সমালোচিতও হয়েছেন এ পপস্টার। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন মাদক পুনর্বাসন কেন্দ্রে। বেপরোয়া গাড়ি চালানোয় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। ট্যাক্স জটিলতা ও ঋণের বোঝায় ২০১৩ সালে দেউলিয়াও হতে হয় অ্যারনকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom