বেতন-বোনাসের দাবিতে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

বেতন-বোনাসের দাবিতে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম নিউজ, নরসিংদী : নরসিংদীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কারখানার গেটের সামনে ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শ্রমিকরা। ফলে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কেও যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়ার দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর দুপুর আড়াইটাই অবরোধ তুলে নেন শ্রমিকরা।

সোমবার (১৯ জুন) নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লিমিটেডের হাজারও শ্রমিক এই আন্দোলন করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস যাবত প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করছে না। ২ থেকে ৪ মাসের বেতন বকেয়া পড়ে গেছে। মাঝেমধ্যে কিস্তি আকারে বেতন দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লিমিটেডের শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা আন্দোলনে যোগ দেন। ওই সময় শ্রমিকরা পাঁচদোনা-টঙ্গি মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের আন্দোলন ও অবরোধের ফলে পাঁচদোনা থেকে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়।


খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি, নরসিংদী পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও নরসিংদী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কোনো আশ্বাসেই শ্রমিকদের নিভৃত করা না গেলে তাৎক্ষণিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। পরে দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

আন্দোলনরত শ্রমিক ওহাব মিয়া ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকদের প্রায় ২-৪ মাসের বেতন আটকে দিয়েছে মালিকপক্ষ। যার ফলে শ্রমিকদের মাসিক কিস্তি, বাড়ি ভাড়া, থাকা, খাওয়াসহ নানা সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছে। কোরবানি ঈদকে সামনে রেখেও বোনাসও দিচ্ছে না। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

আন্দোলনরত অপর শ্রমিক বিলকিস বেগম ঢাকা পোস্টকে বলেন, ঠিকমতো বেতন পাচ্ছি না, বোনাসও দিচ্ছে না। প্রতি মাসে ২০ থেকে ২২ তারিখের আগে টাকা পাই না। আমরা কীভাবে চলি?। আমরা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন চাই।

হাবিব নামের আরও এক শ্রমিক ঢাকা পোস্টকে বলেন, মালিকরা তো বেশ আছে। যত কষ্ট সব শ্রমিকদের। বেতন না দিলে কীভাবে সংসার চালাই সেটা তারা বুঝবে না।

এ বিষয়ে মমটেক্স এক্সপ্রো লিমিটেডের জিএম আবুল বাশার বলেন, আজকেই শ্রমিকদের বেতন তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। একটু দেরি হয়েছে। তাই তারা আন্দোলনে নেমেছে। আমরা বলেছি, বেতনের পাশাপাশি আগামী ২২ তারিখের মধ্যে বোনাস প্রদান করা হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবার চৌধুরী বলেন, মূলত বেতন-ভাতা নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি শিল্পাঞ্চল পুলিশ দেখছে। তারপরও নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছে। সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত সড়কে কোনো সমস্যা নেই।