বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে মামলা
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, লালমনিরহাট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট সদর থানায় লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খান বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন, ‘বঙ্গবন্ধু-টঙ্গবন্ধু বঙ্গোপসাগরে ভেসে গেছে’। একইভাবে গত ৬ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ মিলনবাজারে অনুষ্ঠিত এক জনসভায় বলেন, ‘শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তারচেয়ে হাজার গুণ বেশি চেনে ড. মুহাম্মদ ইউনূসকে’। যা বিএনপি মিডিয়া সেল নামক ফেসবুক আইডিতে প্রচারের মাধ্যমে জাতির পিতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি ওমর ফারুক বলেন, লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খানের করা অভিযোগ তদন্ত শেষে গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির নেতা আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। এ বিষয়ে জানতে আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান মোবাইল ফোনে বলেন, দুলু প্রায়সময় বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন, যেটা কখনোই সাধারণ মানুষ মেনে নেবে না। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে ২০০৩ সালের ২৭ অক্টোবর নীলফামারীর এক জনসভায় আসাদুল হাবিব দুলু ‘শেখ মজিবে এক নম্বর গডফাদার’ এরকম কুরুচিপূর্ণ মন্তব্যও করেছিলেন।