বেগুনের ভেতর লুকানো ছিল ১০৫ গ্রাম হেরোইন

গ্রেফতার রুহুল রাজশাহীর গোদাগাড়ী থানার চরভুবন পড়া এলকার মৃত সাবেয়ার রহমানের ছেলে।

বেগুনের ভেতর লুকানো ছিল ১০৫ গ্রাম হেরোইন

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে ১০৫ গ্রাম হেরোইনসহ রুহুল আমিন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করছে র‌্যাব। শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল রাজশাহীর গোদাগাড়ী থানার চরভুবন পড়া এলকার মৃত সাবেয়ার রহমানের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রেলস্টেশনের গাড়ি পার্কিং এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে রুহলকে আটক করা হয়। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থাকা বেগুন কেটে ১০৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক রুহুলের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।