বিকেলে আমিন বাজারে বিএনপির সমাবেশ

 বিকেলে আমিন বাজারে বিএনপির সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা : সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার প্রবেশমুখ গাবতলী আমিন বাজারে আজ বিকেলে সামবেশ করবে বিএনপি।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আমিন বাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।