বিএনপি মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছে: কাদের

তিনি বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল। বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।‘

বিএনপি মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নাই। তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়। মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।

আজ শনিবার তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল। বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।‘

বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়।’

সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট কোনও দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।’ বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন কাদের। 

‘বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার মতো’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়।’ বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে, সন্ত্রাস-নৈরাজ্যের জনপদে পরিণত করতে ও সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষ নেতা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom