বিএনএমের প্রার্থীকে হত্যার হুমকি যুবলীগ নেতার

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ডোমার পৌর শহরে ছোটরাউতায় তার নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন জাফর ইকবাল সিদ্দিকী।

বিএনএমের প্রার্থীকে হত্যার হুমকি যুবলীগ নেতার

প্রথম নিউজ, নীলফামারী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে হত্যার হুমকি ও তার কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ফেরদৌস পারভেজ নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ডোমার পৌর শহরে ছোটরাউতায় তার নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন জাফর ইকবাল সিদ্দিকী।

ফেরদৌস পারভেজ ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকারের ভাতিজা।

জাফর ইকবাল সিদ্দিকী বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১১টার দিকে আমি ও আমার কর্মী-সমর্থকদের নিয়ে ডিমলা বিজয় চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া শেষে বাসায় ফেরার পথে আমাকে ও আমার কর্মী সমর্থকদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি ও নানাধরনের ভয়ভীতি প্রদর্শন করেন পারভেজ নামে এক যুবক। 

তিনি বলেন, একপর্যায়ে আমার এক কর্মীকে চর থাপ্পর মারেন সেই যুবক। এরপর হাতে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে সেই যুবক বলে আমরা যদি উপরোক্ত ঘটনার বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাকে ও আমার কর্মীদেরকে প্রাণে মেরে ফেলবে সে। আমার কর্মীকে মারা মানে আমাকে মারা। আমি ভদ্রভাবে ওখান থেকে চলে আসছি। পরে আমি ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

জাফর ইকবাল আরও বলেন, পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে যদি একশন নেওয়া হয় তাহলে আমি নির্বাচনে যাব। আর যদি তার বিরুদ্ধে এ্যাকশন নেওয়া না হয় তাহলে আমি নির্বাচনে যাব না। আমি পুলিশকে বলে এসেছি যদি আপনারা কোনো ব্যবস্থা না নেন তাহলে দেশের সবচেয়ে বড় গাদ্দার আপনারা হবেন। কারণ আপনাদের ডিউটি এটা দেশকে বাঁচানো। শেখ হাসিনা দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, আপনারা যদি কোন একশন না নেন তাহলে মনে করবো শেখ হাসিনাকে যারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা সহযোগিতা করতেছেন। শেখ হাসিনা খুব ভালো একজন প্রধানমন্ত্রী। কিন্তু তার সাথে কিছু এমপি আছে তারা আসলে এমপি হওয়ার যোগ্য না। এ ধরনের লোককে যদি নেত্রী সাইড করতে পারে তাহলে শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সেরা নেত্রী হবে। তিনি দেশের যত উন্নয়ন করছেন বিশ্বের কোন নেতা এত উন্নয়ন করতে পারে নেই। সংস্কারপন্থি একটা ছিল বাংলাদেশ। সংস্কারপন্থির গ্রুপেরই এরা। যারা সে পরিবারকে ধ্বংস করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালে আমার গাড়িতে তারা আক্রমণ করেছিল। এবার তারা আরও বেশি উগ্র হয়ে গেছে। এমন কোন জায়গা নেই যে সেটার ক্রাইমে তারা জড়িত নেই। এমন কোন ক্রাইম নেই যেটা তারা করেনা। তাদের এসব কর্মকাণ্ডের কারণে দুর্নাম হচ্ছে জননেত্রী শেখ হাসিনার। এজন্য আমি বলব শেখ হাসিনার এরা শত্রু।

ফেরদৌস পারভেজ ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলেন, যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। মাঠে তার তো ভোট নেই তাই এমন অভিযোগ তুলেছে। গতবারের চিন্তা চেতনা তাদের এখনও রয়ে গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব উদ্দীন সরকার বলেন, এরকম একটা অভিযোগ হতে পারে। তারা তো অভিযোগ করবেই। অভিযোগ করার জন্য নির্বাচনে এসেছে তারা। তাদের শুধু এই একটাই কাজ অভিযোগ করা। আর এরকম কোনো ঘটনা ঘটে নেই। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ বিষয়ে ওই প্রার্থী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির যেটা  প্রসিডিউর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।