ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে দুই ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন। সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তারা নিহত হন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৯ বছর বয়সী ছেলে ফিলিস্তিনি গ্রাম হোয়ারায় নিহত হন। প্যারামেডিকস বলছে, দুই ব্যক্তিকে একটি কারওয়াশের ভেতরে টার্গেট করা হয়েছিল।
অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, তারা দুজনই অচেতন ছিলেন। তাদের দেহে গুলির চিহ্ন ছিল। অ্যারাবিক গণমাধ্যমের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায়ে আদরায়ী নিশ্চিত করে বলেন যে, দুজন নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী খুনিকে ধরতে এবং তার সঙ্গে হিসাব চুকাতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা তাদের খবরে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নাবলুসের প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে। সৈন্যরা সন্দেহভাজনকে খুঁজতে গিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে।