পেঁয়াজের রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়ালো ভারত
বিশ্বের মোট পেঁয়াজ উৎপাদনের ২৬ দশমিক ৬ শতাংশই উৎপাদন হয় ভারতে। এর পরেই আছে চিন ও মিশর যথাক্রমে ২৪ দশমিক ২ ও ৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন নিয়ে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ঘরের বাজারে পেঁয়াজের আকাল। তাই, জোগান বাড়াতে রপ্তানির ওপর বিধিনিষেধের গণ্ডি বাড়িয়ে দিলো কেন্দ্রীয় সরকার। পেঁয়াজের রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়ানো হলো। এই নির্দেশ কার্যকর থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর ফলে পেঁয়াজ রপ্তানিতে ভাঁটা পড়বে এবং ঘরোয়া বাজারে পেঁয়াজের জোগান বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, বিশ্বের মোট পেঁয়াজ উৎপাদনের ২৬ দশমিক ৬ শতাংশই উৎপাদন হয় ভারতে। এর পরেই আছে চিন ও মিশর যথাক্রমে ২৪ দশমিক ২ ও ৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন নিয়ে। ভারতের মধ্যে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় মহারাষ্ট্রে ৪৩ শতাংশ। এরপরেই আছে মধ্যপ্রদেশ। সেখানে ১৬ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয়। কর্ণাটক ও গুজরাটে যথাক্রমে ৯ ও ৮ শতাংশ।
জানুয়ারি থেকে মার্চ ভারত পেঁয়াজ রপ্তানি করেছে ৮ দশমিক ২ লক্ষ টন। যা তার আগের কোয়ার্টার এর ৩ দশমিক ৮ লক্ষ টনের থেকে অনেক বেশি। ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতেই লাগাম টানতে চাইছে। তাই এই মাত্রাতিরিক্ত রপ্তানি কর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।