পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম নিউজ, ডেস্ক : সকালে হাঁটতে বেরিয়েছিল লোকজন। হঠাৎ তাদের চোখে পরে রাজ্য সড়কের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে তিন যুবকের রক্তাক্ত মরদেহ। এর পাশেই পড়ে আছে মোটরবাইক। শনিবার (২৬ আগস্ট) এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল জলঙ্গির মেহদিপাড়া মোড় সংলগ্ন রাজ্য সড়কে।
স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার ডোমকলে রাজ্য সড়কের ওপর দিয়ে একটি মোটরবাইকে করে জলঙ্গির দিকে যাচ্ছিলেন তিনজন। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে ওই মোটরবাইক। সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন মোটরবাইকের তিন আরোহী।
নিত্যদিনের মতো সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই এলাকার লোকজন। তারাই প্রথমে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিনজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়।
মুর্শিদাবাদ জেলার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত থেকে পুরো জেলায় বৃষ্টি হয়েছে। সম্ভবত বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই তিন বাইক আরোহীর।
নিহতদের পরিচয় জানানো হয়েছে। তারা হলেন- সেন্টু মণ্ডল (৩১), শরিফুল শেখ (২১) এবং মুস্তাহীদ মন্ডল ওরফে রাজীব (২০)। তাদের সবার বাড়ি জলঙ্গির ঝাউদিয়া গ্রামে।
এদিকে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ জেলার পুলিশ।