প্রেমিকার দাবি মোটরসাইকেল, সম্পর্ক টিকিয়ে রাখতে কলেজছাত্রকে খুন
প্রেমিকার এমন কথার পর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যান ফয়সাল সরদার।
প্রথম নিউজ, খুলনা: ‘তুমি যদি এক সপ্তাহের মধ্যে আর-১৫ মোটরসাইকেল কিনতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
প্রেমিকার এমন কথার পর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যান ফয়সাল সরদার। টাকা জোগাড় করতে অপহরণ করেন মাত্র ৮ দিন আগে পরিচয় হওয়া কলেজছাত্র আমিনুর রহমানকে। উদ্দেশ্য ছিলো মুক্তিপণের টাকা দিয়ে মোটরসাইকেল কিনবেন।
কিন্তু আমিনুরকে হত্যার পর টাকা আনতে গিয়ে ধরা পড়েন ফয়সাল সরদার। তবে আমিনুরের মরদেহ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
আটকের পর জিজ্ঞাসাবাদে ফয়সাল সরদার পুলিশকে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন খুলনার পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
ওসি বলেন, দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গত রোববার রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে আমিনুর রহমানকে অপহরণ করেন ফয়সাল সরদার। এরপর তাকে কপোতাক্ষের তীরে নিয়ে যান ঘুরতে। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেন আমিনুরকে। হত্যার পর মরদেহ ভাসিয়ে দেন কপোতাক্ষ নদে। কিন্তু আজ মঙ্গলবারও তার লাশ উদ্ধার হয়নি।
ওসি জানান, আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার ও ঘটনাস্থলে পুলিশকে নিয়ে যান ফয়সাল নামের ওই যুবক। ঘটনাস্থলে রক্তের চিহ্ন মিললেও খুঁজে পাওয়া যায়নি কলেজপড়ুয়া আমিনুরের মরদেহ।
নিহত আমিনুর উপজেলার কপিলমুনির শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আটক ফয়সাল গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: