প্রধানমন্ত্রীর জি-টুয়ান্টি সফর সফল হয়েছে: কাদের

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর জি-টুয়ান্টি সফর সফল হয়েছে: কাদের

প্রথম নিউজ, ঢাকা: নতুন একটা খবর আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর জি-টুয়ান্টি সফর সফল হয়েছে। জো বাইডেন নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন। তিনি বলেন, ‘এতদিন বিএনপি জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। জি-টুয়ান্টি সফরে প্রধানমন্ত্রীর সাথে জো বাইডেনের ছবি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। বিএনপির মিছিল আন্দোলনে জনগণ নাই, আমেরিকাও মুখ ফিরিয়ে নিয়েছে।’ 

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে মিথ্যার মহামারী ডেকে এনেছে বিএনপি। বিএনপির আন্দোলন সব ভুয়া তাদের বিরুদ্ধে খেলা হবে কত ধানে কত চাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তি সমাবেশ আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান দলের সাধারণ সম্পাদক।’ 

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর ছবি দেখে জো বাইডেনের ছবি দেখে হতাশা নদীতে হাবুডুবু খাচ্ছে।’ 

বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সবার সঙ্গে বন্ধুত্ব করতেই পছন্দ করে। ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন। বিদেশিদের আগমন আওয়ামী লীগের জন্য সবুজ সংকেত বলেও জানান দলের সাধারণ সম্পাদক। 

নির্বাচন না করলে তারেক রহমান নির্বাচন মনোনয়নের বাণিজ্য কিভাবে করবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি দিনের আলোতে ও রাতের অন্ধকার দেখে। বিএনপির উপরে উপরে আন্দোলন করবে এবং তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির বিরুদ্ধে খেলা হবে ফাউল করলে হলুদ কার্ড লাল কার্ড দেখানো হবে।’