প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকার ‘অবৈধ সত্তা’ শেষ: রিজভী

আজ শনিবার গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকার ‘অবৈধ সত্তা’ শেষ: রিজভী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা

প্রথম নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার সকল ‘অবৈধ সত্তা’ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘যতই দৌড়ঝাপ করুক শেখ হাসিনা আর ক্ষমতায় টিকতে পারবেন না। দেনদরবার করেও লাভ হবে না। আশ্রয়ের জন্য নানা জায়গায় ছুটে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও ক্ষমতায় থাকার গ্যারান্টি পাচ্ছেন না। এ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। যত নির্যাতন করুক, মিথ্যা মামলা দিক, হামলা করুক, জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।

আজ শনিবার গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রিজভী বলেন,'পর্দার আড়ালে শেখ হাসিনা কি করেছেন সেটি দেশের জনগণ জানতে চায়। মানুষ মনে করে পর্দার আড়ালে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি চেয়েছেন। নিজের ক্ষমতা টিকে রাখান জন্য প্রতিবেশী দেশকে পর্দার আড়ালে কি দিলেন সেটাই এখন জনগণের জিজ্ঞাসা।
তার পররাষ্ট্রমন্ত্রী তো তার (প্রধানমন্ত্রীর) মনের কথা আগেই বলে দিয়েছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন,যে বিষয়গুলো অমীমাংসিত সেগুলো নিয়ে কিন্তু কিছুই আলোচনা হয়নি। তিস্তার পানি নিয়ে আলাচনা হয়নি। পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হচ্ছে ভারত,বাংলাদেশ সীমান্ত সে বিষয়ে কিছু আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী নিজের স্বার্থের আলোচনা করেছেন দেশের স্বার্থে কিছুই বলেননি। এটাই হচ্ছে শেখ হাসিনার বৈশিষ্ট। তিনি দেশ চান না দেশের স্বাধীনতা চান না, দেশের সার্বভৌমত্ব চান না তিনি চান একমাত্র তার ক্ষমতার শোনার হরিণ। সেই শোনার হরিণ টিকে রাখার জন্য তিনি অন্য শক্তির কাছে পা ধরতেও দ্বিধা করেন না।

রিজভী বলেন,'আজকে আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। ভয়ংকর ক্লান্তিকাল। কথা বলতে গেলে আমাদের গুলি বরণ করতে হয়। সংবিধান কাটা ছেঁড়া করার পরও যেটুকু অধিকার আছে সেটাকেও তারা (সরকার) রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে নির্দয় নিষ্ঠুরভাবে দমন করছে। শুধুমাত্র জনগণের পক্ষে দাবি তুলতে গিয়ে হারিয়েছি আব্দুর রহিম, নূরে আলম এবং শাওনকে।

তিনি বলেন,'আজকে এক ভয়ংকর রাষ্ট্রীয় সন্ত্রাসীর যে কাঠাকে গড়ে তুলেছেন সেখান থেকেই স্পষ্ট বোঝা যায় শেখ হাসিনার নেতৃত্বাধীন এই যে সরকার এদের তো জনগণের কোনো ম্যান্ডেট নেই,তারাতো নির্বাচিত হননি সেই কারণে তারা কোনো না কোনোভাবে টিকে থাকার জন্য আশ্রয় পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। এই ছুটে বেড়াতে গিয়ে তারা দেশের গণতন্ত্র দেশের নির্বাচন, দেশের ভোট ব্যবস্থা সমস্ত কিছুকে তারা ধ্বংস করেছে। ধ্বংস করার কারণেই আজকে তারা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে।

রিজভী বলেন,আজকে গাজীপুর জেলা বিএনপি'র নেতাকর্মীরা এখান থেকে যে নির্বিঘ্নে বাড়ি ফিরে যাবে তার কোন নিশ্চয়তা নেই। সরকার রাষ্ট্র ব্যবস্থাকে এমন নির্দয় নিষ্ঠুর করেছে যে মানুষ নির্বিঘ্নে চলাচল করতেও ভয় পায়।

তিনি আরও বলেন,'আজকে গাজীপুর জেলা বিএনপি আগামী দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য শপথ গ্রহন করেছেন। আজকে এখান থেকে তারা নতুন আঙ্গিকে গাজীপুর জেলা বিএনপি গঠন করবেন।

 এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা  হুমায়ুন কবির খান,ডা্ রফিকুল ইসলাম বাচ্চু,মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, এড কাজী খান, আজিজুর রহমান পেরা, রাশেদুল হক প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom