প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত
প্রথম নিউজ, ঢাকা : সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন বৃহস্পতিবার (৩ আগস্ট) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার (২ আগস্ট) সেই বদলির কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশ জারি করে বদলির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন বদলির আবেদন স্থগিত করা হয়েছে সে কারণ জানানো হয়নি।
অধিদপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তা স্থগিত করা হয়েছে। স্থগিতের কারণ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।
জানা গেছে, গত রোববার প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে মঙ্গলবার বদলি কার্যক্রম স্থগিত করতে বলে মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিত করা হলো।
মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন, অনলাইন বদলির জন্য সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি। চূড়ান্ত আবেদন নেওয়ার আগে ট্রায়াল দেওয়া হবে। তারপরও সব ঠিক থাকলেও এ মাসের মাঝামাঝি আবেদন নেওয়া শুর হতে পারে।