পুঁজিবাজারে বাড়ল লেনদেন
প্রথম নিউজ, ঢাকা : ওষুধ খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ১ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে রোববার বড় দরপতনের পর সোমবার ও মঙ্গলবার ইতিবাচক ধারায় লেনদেন হলো পুঁজিবাজারে।
এদিন ওষুধ খাতের ৩৪টি কোম্পানির মধ্যে বেড়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম। তার বিপরীতে দাম কমেছে চারটির। আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন— ওষুধ খাতের ৯টি কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
ডিএসইর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার বাজারে লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪০টি কোম্পানির শেয়ারের দাম।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
এ দিন ২৮৭টি প্রতিষ্ঠানের ৭ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ১১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪৫০ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ২৭ লাখ ৫ হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল বিডি কমের শেয়ার। এরপরে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, ক্রিস্টাল ইনস্যুরেন্স, সিলকো ফার্মা, রয়েল টিউলিপ সী পার্ল এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেড।
আরেক পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৪ পয়েন্টে। সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।
দিন শেষে সিএসইতে ১৫ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৫৩৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৭৫২ টাকার শেয়ার।