প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়েকশ যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন। এছাড়া ট্রেনের কয়েকশ যাত্রীকে জিম্মি করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ট্রেনটি গুদালার এবং পিরু কনেড়ি এলাকা অতিক্রম করাকালে এ হামলা হয়।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীরা ট্রেনটিকে মাচের পাহাড়ি এলাকায় থামাতে বাধ্য করে। এরপর সেখানে যাত্রীদের জিম্মি করা হয়। পাকিস্তানের রেলওয়ে পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ট্রেনটি পাহাড়বেষ্টিত একটি টানেলের সামনে আটকা পড়েছে। এলাকাটি পার্বত্য হওয়ায় সেখানে সন্ত্রাসীদের জন্য আশ্রয় নেওয়া ও হামলার পরিকল্পনা করা সহজ।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সিবি হাসপাতালসহ জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। তবে দুর্গম পার্বত্য পথের কারণে কর্মকর্তাদের সেখানে পৌঁছাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্র রিন্দ।