না ফেরার দেশে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি
প্রথম নিউজ, ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান (সরকারের সচিব), বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব এ এস এম আলী কবীর আর নেই।
সোমবার (১০ জানুয়ারি) আনুমানিক রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুমের নামাজের জানাজা মঙ্গলবার বাদ যোহর ধানমন্ডির ৭নং রোডের বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: