নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি
গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ঘর

প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারীতে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়িসহ দুই হাজারের বেশি গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ মে) দিনগত রাতে ১০ মিনিটের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তানভীর হাসান নামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, রাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে। এক পর্যায়ে ঝড়ে শহরের বেশ কিছু এলাকায় গাছপালা উপরে যায়। আমগাছ উপরে গিয়ে আমাদের একটি ঘড় ভেঙে যায়। শহরের শরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, ঝড়ে শতাধিক গাছ উপরে রাস্তায় পড়ে রয়েছে। ভেঙে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি। রাস্তায় গাছ পড়ে থাকায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না। তার পরও মাঠ পর্যায়ে কী অবস্থা তা নিরূপণের জন্য কৃষি বিভাগের সঙ্গে জড়িতদের নির্দেশ দেওয়া হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom