নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি
![নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67ac9ab8bfdbf.jpg)
প্রথম নিউজ, অনলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে ব্যয় প্রায় ২৮০০ কোটি চায় নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমরা সরকারের কাছে ২৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করা হবে এবং ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে। তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আরও খাত রয়েছে।
উল্লেখ্য, সবশেষ ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনে ২২৭৬ কোটি টাকার ব্যয় ব্যয় ধরা হয়েছিল। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৭০০ কোটি টাকা।