নিজের জন্য অস্ত্র চাইলেন সালমান
এরমধ্যেই সালমান ও তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন অভিনেতা সালমান।
প্রথম নিউজ ডেস্ক: ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালেকে চলতি বছরের মে মাসে হত্যা করা হয়। এরপরই বলিউড ভাইজান সালমান খানের নিরাপত্তা বৃদ্ধি করেছিল মুম্বাই পুলিশ।
এরমধ্যেই সালমান ও তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন অভিনেতা সালমান। শুক্রবার (২২ জুলাই) বিকালে কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।
সেখানেই লিখিত আবেদনে এ অভিনেতা নিজের কাছে অস্ত্র রাখার কথা বলেছেন। জানা যায়, দক্ষিণ মুম্বাইয়ের কমিশনার দফতরে যান অভিনেতা নিজেই। সেখানেই ব্যক্তিগত বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।
গত জুন মাসে হাঁটতে বেরিয়ে প্রাণনাশের হুমকি পান সালমান খানের বাবা সেলিম খান। সালমান খানকে খুনের হুমকি দেওয়া হয়। এরপর বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করে খান পরিবার। তখনও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল।
তবে তাতে খুব একটা ভরসা পাচ্ছেন না বলিউডের প্রভাবশালী এই তারকা। তাই এবার সরাসরি অস্ত্রই চাইলেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews