নাচোলে ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু আর নেই
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ : ফজরের নামাজের জন্য অজু করার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদির আহমেদ ভুলুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মৃত্যুকালে সাদির আহমেদ ভুলুর বয়স হয়েছিল ৬২ বছর। তার এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছেন। তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। তার ছেলে ফিরোজ কবির সুমন জানান, গ্রামের একটি তাফসীর মাহফিল থেকে ভোররাতে বাসায় ফেরেন তার বাবা। পরে ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে বাথরুমে পড়ে হার্ট অ্যাটাক করেন৷ এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তিনি হাটের সমস্যায় ভুগছিলেন। ভারতে চিকিৎসার জন্য প্রস্তুতি চলছিল। এ দিন সকালে ফজর নামাজ আদায়ের জন্য উঠলে স্ট্রোক করেন এবং কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিকেল ৪ টায় খোলসী সরকারি কবরস্থানে চেয়ারম্যান সাদির আহমেদ ভুলুর জানাজার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে তিনি প্রথম দফায় ২০১১ সালের ৭ই আগস্ট নির্বাচিত হন এবং ২০২০ সালের ১৬ নভেম্বর উপনির্বাচনে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ফতেপুর ইউনিয়ন বাসির উন্নয়নমূলক কাজের পাশাপাশি, বিভিন্ন সমস্যার পাশে থেকে সমাধানের চেষ্টা করে যেতেন। তার মৃত্যুতে ইউনিয়ন বাসি একজন সাদা মনের জনপ্রতিনিধিকে হারালেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews