না’গঞ্জে কেন্দ্রীয় নেতা মান্নানসহ বিএনপির ৬ নেতা কারাগারে

মান্নানসহ ৬নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১২ জাননেতা-কর্মীকে জামিন দেওয়া হয়েছে

না’গঞ্জে কেন্দ্রীয় নেতা মান্নানসহ বিএনপির ৬ নেতা কারাগারে

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১২ জাননেতা-কর্মীকে জামিন দেওয়া হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনেরআদালতে জামিন বহালের আবেদন করলে আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করে তাদেরকারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ১২ জনের জামিন মঞ্জুর করা হয়।
মান্নানসহ কারাগারে যাওয়া নেতারা হলেন, সানারগাঁ উপজেলা বিএনপির সাধারণসম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম। বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২২ সালের ১০ ডিসেম্বর কানো ঘটনা ছাড়াই পুলিশ গায়েবী মামলা দায়ের করেছিল। সেইমামলায় বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রনোদিতভাবে জড়ানো হয়েছে। তারা এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। সোমবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেজামিন বহালের জন্য আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, একই মামলায় অনেকে জামিন পেলেন ১২ জন নেতা-কর্মী, তারা কেন পেলেন না? যেখানে সবার স্ট্যাটাস এক। কারাগারে পাঠানোর নির্দেশ সরকারের বলে আমরা মনে করি। দ্রুত তাদের জামিনের জন্য আবেদন জানাই। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মান্নানসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশদিয়েছেন। একই মামলায় আরও ১২ জনকে জামিন দিয়েছেন আদালত।