ভালুকায় নিখোঁজের চার দিন পর পুকুরে ভেসে উঠল কলেজছাত্রীর লাশ
প্রথম নিউজ,
: ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে এক কলেজছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার আউলিয়ারচালা গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানার পুলিশ। নিহত ছাত্রীর নাম পারভীন আক্তার (১৮)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার জিকে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারভীন আক্তার ভালুকা উপজেলার আউলিয়ারচালা গ্রামের নিহত আহম্মদ আলীর মেয়ে। তাঁর মা–বাবা মারা গেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, পারভীন মা–বাবা মারা যাওয়ার পর থেকে তাঁর ফুফুর বাড়িতেই থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ পুকুর থেকে লাশ উদ্ধার করা হলো। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মা–বাবা মারা যাওয়ার পর উপজেলার আউলিয়ারচালা গ্রামে ফুফু হালিমা খাতুনের বাড়িতে থেকে লেখাপড়া করতেন পারভীন। বৃহস্পতিবার সকালে পারভীন কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও পারভীনের সন্ধান পাচ্ছিলেন না। আজ সকালে আউলিয়াচালা গ্রামের আবদুস সবুরের পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ এখন মর্গে আছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। বৃহস্পতিবার থেকে মেয়েটি নিখোঁজ হলেও কেউ থানায় যোগাযোগ করেননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews