ধারের টাকা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে খুন

টাকা নিয়ে বিরোধের জেরে শরীফকে হত্যা করেছে তার নিকটতম সহযোগী শরীফ বাকাউল (২৬)। এ হত্যা মামলায় গ্রেপ্তার করার পর পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন শরীফ বাকাউল।

ধারের টাকা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে খুন
ফাইল ফটো

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুর সদরের কৃষ্ণপুর ইউনিয়নের গরু ব্যবসায়ী শরীফ শেখকে (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। টাকা নিয়ে বিরোধের জেরে শরীফকে হত্যা করেছে তার নিকটতম সহযোগী শরীফ বাকাউল (২৬)। এ হত্যা মামলায় গ্রেপ্তার করার পর পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন শরীফ বাকাউল।

নিহত গরু ব্যবসায়ী শরীফ ওই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। শরীফ বাকাউল একই ইউনিয়নের রহিমপুর মধ্যপাড়া গ্রামের মো. মোয়াজ্জেমের ছেলে।

গত রোববার (২৬ জুন) সকাল ৯টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে শরীফ বাকাউলের বাড়ি থেকে অনুমানিক ৬০০ মিটার দূরে গাবির বিলের মধ্যে অবস্থিত আব্দুল হালিমের কলা বাগান থেকে শরীফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারাল অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় ওইদিন বিকেলে নিহতের ভাই বাবলু শেখ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, দুপুর দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শরীফ বাকাউলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে এ হত্যার কাজে ব্যবহৃত একটি দা, দা বহনকারী একটি ব্যাগ এবং শরীফ বাকাউলের পরিধেয় প্যান্ট বাড়ি সংলগ্ন কুমার নদের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শরীফ বাকাউল গরু ব্যবসায়ী শরীফ শেখের সহযোগী। গরু বেচাকেনার কাজে শরীফ বাকাউল শরীফ শেখকে সহযোগিতা করতেন। কিছু দিন আগে  শরীফ শেখ শরীফ বাকাউলের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। এ টাকা দেওয়ার জন্য শরিফ বাকাউল শরীফ শেখকে চাপ দিতেন। দীর্ঘদিন ধার নেওয়া ওই দুই লাখ টাকা না দেওয়ায় শরীফ বাকাউল শরীফ শেখকে হত্যার সিদ্ধান্ত নেন।

পুলিশ জানায়, এ হত্যাকাণ্ড ঘটানোর জন্য কিছু দিন আগে শরীফ বাকাউল ফরিদপুর সদরের কানাইপুর বাজার থেকে ৪০০টাকা দিয়ে একটি দা কেনেন। এরপর থেকে তিনি শারীফ শেখকে হত্যার জন্য সুযোগ খুঁজতে থাকেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে শরীফ বাকাউল শরীফ শেখকে জুয়া খেলার কথা বলে ওই কলাবাগানে নিয়ে যান। তারপর শরীফ শেখের মাথায় দা দিয়ে একাধিক কোপ দিয়ে তাকে হত্যা করেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom