ধানমন্ডিতে বাসে আগুন
রাত ৮টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালের সামনে একটি যাত্রীবাহি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রাত ৮টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মজিদুল ইসলাম মানবজমিনকে বলেন, রাত ৮টা ২৫ মিনিটে আমাদের কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে খবর আসে। পরে ৮টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।