ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ: চরমোনাই পীর

রোববার বিকাল ৫টায় স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামের হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ: চরমোনাই পীর

প্রথম নিউজ, নীলফামারী: ইসলামী আন্দোলন বাংলাদেশের (পীর সাহেব চরমোনাই) আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষকে বিগত দিনের মতো ধোকা দিয়ে বোকা বানিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে আওয়ামী লীগ। এবার দেশের মানুষ সেই সুযোগ আর দেবে না। স্বাধীনতাকামী মানুষ একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে পদত্যাগের কঠোর আন্দোলন শুরু করেছে। রোববার বিকাল ৫টায় স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামের হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মোস্তাকিমের সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন- নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর ও আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী ইয়াছিন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী  মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবীতে বিএনপিসহ সব রাজনৈতিক দল আজ এক হয়েছে। জাতীয় সরকারের অধীন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি তৈরি করতে হবে। ব্যক্তি পর্যায় পর্যন্ত দাওয়াত পৌঁছাতে হবে। উত্তরাঞ্চলে চরমোনাইয়ের একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে। দুনিয়াতে শান্তি ও আখেরাতে শান্তির জন্য চরমোনাইয়ের হাতপাখা প্রতীকের নিচে আসতে হবে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পাটির রাজনীতি দেশের মানুষ দেখেছি। ইসলামী আন্দোলনের নীতি আদর্শ পরিচালনা কি ভাবে হয় দেশের মানুষ তা দেখতে চায়।

তিনি আরও বলেন, এ সরকার ইসলামের বারোটা বাজিয়েছে। ইসলামকে সুকৌশলে ধ্বংস করার গভীর চক্রান্ত করছে। আগামী প্রজন্মের সন্তানরাই দেশ পরিচালনা করবে। শিক্ষার মাধ্যমে মানুষ শিক্ষিত হয়। এ সরকার যে সিলেবাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল সেই সিলেবাসে বিভিন্ন ধরনের কালচার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে প্রকৃত ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে।

এর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী শাখার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা শাখার সভাপতি মাইমুন ইসলাম (মিঠুন) এতে সভাপতিত্ব করেন।