তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট

তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট

প্রথম নিউজ, খেলা ডেস্ক: চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যেন আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। তার বিধ্বংসী স্পেলে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই দিশাহারা স্বাগতিক শ্রীলঙ্কা। আর শুরুতেই সমর্থকদের আশা জাগিয়েছে বাংলাদেশের পেস আক্রমণ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে প্রথম ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৫০/৩। বল হাতে ঝড় তোলেন বাংলাদেশের দুই পেসার—তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর মাঠে ফিরে নিজের তৃতীয় ওভারেই প্রথম আঘাত হানেন তাসকিন। ইনসুইং ডেলিভারিতে ভেঙে দেন মাদুশকার স্টাম্প। এরপর চতুর্থ ওভারে তুলে নেন কামিন্দু মেন্ডিসকে—সোজা ড্রাইভ করতে গিয়ে মিড অফে ধরা পড়েন মিরাজের হাতে।

তাসকিনের প্রথম পাঁচ ওভার : ৪.২-২-৬-২, যা বলে দেয় তার নিয়ন্ত্রিত আগ্রাসনের গল্প।

অন্যদিকে নতুন বলে তাসকিনের সঙ্গে অন্যপ্রান্তে ছিলেন তানজিম হাসান সাকিব। তিনিই প্রথম ব্রেকথ্রু এনে দেন—শূন্য রানে ফেরান ওপেনার পাথুম নিসাঙ্কাকে। ব্যাক অফ লেংথ ডেলিভারিতে অতিরিক্ত বাউন্সে কট বিহাইন্ড।

তবে চাপে পড়েও থেমে থাকেননি কুশল মেন্ডিস। শুরু থেকেই আগ্রাসী খেলেছেন তিনি, ইতোমধ্যে ১৩ বলে করেছেন ২০ রান (৩ চার, ১ ছক্কা)। একপ্রান্তে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ইনিংসকে বাঁচানোর চেষ্টা করছেন সহঅধিনায়ক।