তুলে নেয়ার ৪ ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো ছাত্র অধিকারের ২ নেতাকে

রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ।

তুলে নেয়ার ৪ ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো ছাত্র অধিকারের ২ নেতাকে
তুলে নেয়ার ৪ ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো ছাত্র অধিকারের ২ নেতাকে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: 'ডিবি পরিচয়ে' তুলে নিয়ে যাওয়ার ৪ ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে। রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ। এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদাকে ডিবি পরিচয়ে কয়েকজন নিয়ে যায়। এ অভিযোগ করে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, শুরুতে তারা ধস্তাধস্তি করে এবং তাদের পরিচয় জানতে চায় তখন কয়েকজন মিলে তাদের পিকআপভ্যানে তুলে নিয়ে যায়। গতকাল সম্রাটের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার গায়ে লেখা ছিল 'গণতন্ত্র এখন কফিনে' এবং '৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস'। এই কারণেই তাদের ধরে নেয়া হয়েছে বলে জানান আবু হানিফ। তবে পুলিশের পক্ষ থেকে তাদের আটক বা গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করা হয়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom