তাইওয়ান উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা করবে জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন

মঙ্গলবার জাপানের বার্তা সংস্থা কিয়োদোকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাইওয়ান উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা করবে জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন
তাইওয়ান উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা করবে জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন

প্রথম নিউজ, ডেস্ক: নিরাপত্তা ইস্যুতে উচ্চ পর্যায়ে মন্ত্রীপর্যায়ের আলোচনার আনুষ্ঠানিক ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠায় প্রস্তুতি নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। মঙ্গলবার জাপানের বার্তা সংস্থা কিয়োদোকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এপ্রিলের শুরুর দিকে প্রথম মিটিং করার কথা বিবেচনা করছে দেশ তিনটি। উল্লেখ্য, জাপান ও ফিলিপাইন এই দুটি দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তাইওয়ান। সম্প্রতি এই দ্বীপরাষ্ট্রটি দখলে নেয়ার জন্য চীন তার সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। তাদের এই তৎপরতা দেখে ওয়াশিংটন এবং টোকিও আশঙ্কা করছে এতে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি হতে পারে। এরই মধ্যে অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া করেছে জাপান। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: