ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, যানবাহন চলাচল বন্ধ 

এ সময় আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, যানবাহন চলাচল বন্ধ 

প্রথম নিউজ, মাদারীপুর : মাদারীপুরে রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি পরিবহন ও মালবাহী কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর আমগ্রাম মহাসড়কে লাইন পরিবহন ও সোনালী পরিবহনের গোল্ডেন মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষটি ঘটে।

এ সময় আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর দুই কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার পর যান চলাচলও বন্ধ রয়েছে। তবে উদ্ধার কাজ চলমান বলে জানিয়েছে পুলিশ। ঈদ পরবর্তী ঢাকামুখী পরিবহনের যানজট থাকায় ভোগান্তিতে পড়েছে লোকজন। বিকল্প রুট হিসেবে ঢাকামুখী যানবাহন মাদারীপুর শহরের মধ্য দিয়ে চলাচল করছে।

মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই যানজট সমস্যা সমাধান হবে বলে আশা করছি।