ড্রাইভার ভেবে যুবককে মারধর, ১৫ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হামেরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আবারো ১৫টি গ্রামের লোকজনের মধ্যে ২ ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৪০ গ্রামবাসী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হামেরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বেশ কিছু দোকানপাট, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভবনে ভাংচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহতরা ভাঙ্গা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে মুনসুরাবাদ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হন। তখন বাসের ড্রাইভার ভেবে মুনসুরাবাদ এলাকার মউদুলসহ উত্তেজিত গ্রামবাসী পাশের বড় মুসকুন্নি গ্রামের তাইজুলকে মারধর করে। পরে হামলাকারীরা জানতে পারেন তিনি গাড়ির ড্রাইভার নন।
এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেন। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে বর্তমান চেয়ারম্যান খোকনসহ সাবেক আরও ২ চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশিতে উপস্থিত হন।
সালিশ চলাকালে বড় মুসকুন্নি গ্রামের তাইজুল উত্তেজিত হয়ে মুনসুরাবাদ গ্রামের মউদুল ও তার লোকজনের ওপর হামলা করে। তখন মুনসুরাবাদ এলাকার আশপাশের ৪ গ্রাম ও বড় মুসকুন্নি এলাকার ১১ গ্রাম ২ ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী দেশীয় অস্ত্র, ডাল, কালি, টেঁটা, রানদা নিয়ে ধাওয়া পালটা ধাওয়া ও সরকারি রাস্তার ইট উঠিয়ে নিক্ষেপ শুরু করে।
এ সময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের জানালা, দরজা, মাদ্রাসা, দোকানপাট ব্যাপক ভাংচুর করে। সংবাদ পেয়ে পুলিশ লাঠিচার্জ করায় বড় ধরনের ক্ষতি থেকে শত শত দোকানপাট রক্ষা পায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, ২ দিন আগে বড় সংঘর্ষের ঘটনার রেশ না কাটতেই আবারো হামেরদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষেই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: