'ডামি নির্বাচন' বর্জনে জামালপুরে শহর বিএনপির বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ,জামালপুর: 'ডামি নির্বাচন' বর্জন এবং 'অবৈধ সরকার' এর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাকে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকালে জামালপুর শহর বিএনপির উদ্যোগে শহরের চন্দ্রা এলাকায় জামালপুর-ঢাকা মহাসড়কে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে ওয়ারেছ আলী মামুন অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।