জেলায় জেলায় বিএনপি’র পদযাত্রা আজ, আসছে নতুন কর্মসূচি
সরকার পতনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করে আসছে বিএনপি ও সমমনা দল ও জোটগুলো।
প্রথম নিউজ, অনলাইন: সরকারবিরোধীদের আন্দোলন কর্মসূচি ক্রমেই প্রসারিত হচ্ছে। চলমান যুগপৎ আন্দোলন পৌঁছেছে তৃণমূলে। এখন চলছে দলের সাংগঠনিক সক্ষমতার পরীক্ষা। যা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসেবে দেখছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। সরকার পতনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করে আসছে বিএনপি ও সমমনা দল ও জোটগুলো। গত বছরের ডিসেম্বর থেকে রাজধানীতে বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে দলগুলোর নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বিএনপি’র সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কেন্দ্রের সাংগঠনিক সক্ষমতার জানান দেন। এখন তৃণমূলে ‘ঝাঁকুনি’ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তৃণমূলে একের পর এক কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। ইউনিয়নে পদযাত্রার পর আজ জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
পূর্বঘোষিত এ পদযাত্রা কর্মসূচি সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পদযাত্রায় বড় শোডাউনের মধ্যদিয়ে সাংগঠনিক নেতৃত্বের অস্তিত্ব জানান দিতে প্রস্তুত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজকের পদযাত্রায় অংশ নিতে ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ওদিকে ৪ঠা মার্চ মহানগরের থানায় থানায় পদযাত্রার ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাছাড়া রোজার আগে আরো দুটি কর্মসূচির ব্যাপারে আলোচনা চলছে নীতি-নির্ধারনী ফোরামে। আগামী ১১ এবং ১৮ই মার্চ পদযাত্রা কর্মসূচি পালন করতে চায় বিএনপিসহ সমমনা দলগুলো।
দলটির নেতারা বলছেন, আগামী নির্বাচন ও চলমান আন্দোলনে দলের সর্বত্রই ‘ঝাঁকুনি’ চলছে। নিষ্ক্রিয় নেতাদের সক্রিয়করণ চলছে। রাজপথে থাকা নেতাকর্মীদের আন্দোলনের সক্ষমতা যাচাই করছেন বিএনপি’র নীতিনির্ধারকরা। এজন্য সরকার পতনে যুগপৎ আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। শুধু বিএনপি নেতাকর্মীই নয়, সাধারণ মানুষ চলমান কর্মসূচিতে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সকল ইউনিটের সাংগঠনিক শক্তি পরীক্ষা করে সরকার পতনে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বিএনপি।
বিএনপি সূত্র বলছে- এর আগে তৃণমূলে ইউনিয়ন ও মহানগর পর্যায়ের কর্মসূচি সফল হয়েছে। জেলায়ও পদযাত্রা কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি দেয়া হয়েছে। আজ প্রতিটি সাংগঠনিক জেলায় সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী বড় শোডাউন করবেন। বিএনপি’র পাশাপাশি পৃথকভাবে সমমনা দল এবং জোটও একই কর্মসূচি পালন করবে। আজকের কর্মসূচি থেকে আগামী ৪ঠা মার্চ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন কেন্দ্রীয় নেতারা। যা মহানগরের থানা ও ওয়ার্ডে অথবা উপজেলা-থানা-পৌর এলাকায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা হতে পারে।
বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জেলা পর্যায়ের পদযাত্রা কর্মসূচি সফল হবে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো। আমাদের দল সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী। বড় শোডাউনের মধ্যদিয়ে আমরা সরকারকে মেসেজ দিতে চাই। যে এই দেশের মানুষ বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে পদত্যাগ না করেলে আগামীতে কঠোর আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারকে বিদায় করা হবে। আমাদের দলের নেতাকর্মীরা সেই লক্ষ্যে প্রস্তুত।
এদিকে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে জেলা পর্যায়ে পদযাত্রায় অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব স্ব বিভাগের জেলাগুলোর কর্মসূচি সমন্বয় করবেন। এদিকে পূর্বঘোষিত ঢাকা জেলার পদযাত্রা কর্মসূচি ২৫শে ফেব্রুয়ারির পরিবর্তে আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি পালন করবে বিএনপি। ঢাকা বিভাগের ঢাকা জেলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা নেতৃত্ব দিবেন। এ ছাড়া আজকের পদযাত্রায় মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুরে গয়েশ্বর চন্দ্র রায়, নারায়ণগঞ্জে ড. আব্দুল মঈন খান নেতৃত্ব দিবেন। টাঙ্গাইলে নেতৃত্ব দিবেন ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান ও মুন্সীগঞ্জে সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ। কুমিল্লা বিভাগের কুমিল্লা (দক্ষিণ) জেলায় বিএনপি’র পদযাত্রায় নেতৃত্ব দিবেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা উত্তরে যুগ্ম মহাসচিব হাবিব-ঊন-নবী খান সোহেল, চাঁদপুরে বিএনপি’র বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। ময়মনসিংহ (দক্ষিণ) জেলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামালপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নেত্রকোনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলায় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শেরপুর জেলায় বিএনপি’র জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল নেতৃত্ব দিবেন। চট্টগ্রাম উত্তর জেলায় বিএনপি’র নেতৃত্ব দিবেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল্ নোমান, বান্দরবান জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু, চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নোয়াখালী জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ফেনী জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল, রাঙ্গামাটি জেলায় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, খাগড়াছড়ি জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন, লক্ষীপুর জেলায় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং কক্সবাজার জেলায় বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল পদযাত্রায় নেতৃত্ব দিবেন। বরগুনা জেলায় বিএনপি’র পদযাত্রায় দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তরে ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল দক্ষিণে যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুরে সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ভোলা জেলায় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, ঝালকাঠিতে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নেতৃত্ব দিবেন। নওগাঁ জেলায় বিএনপি’র কর্মসূচিতে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পাবনা জেলায় অধ্যাপক শাহজাহান মিয়া, বগুড়া জেলায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, রাজশাহী জেলায় যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, চাঁপাই নবাবগঞ্জ জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা কর্নেল (অব.) আব্দুল লতিফ, নাটোর জেলায় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়পুরহাট জেলায় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিরাজগঞ্জ জেলায় ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। ঠাকুরগাঁও জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দিনাজপুর জেলায় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, গাইবান্ধা জেলায় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রংপুর জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, পঞ্চগড় জেলায় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, লালমনিরহাট জেলায় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রামে কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সৈয়দপুরে গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু এবং নীলফামারীতে আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজবাড়ী জেলায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ফরিদপুর জেলায় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মাদারীপুর জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। মাগুরা জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, যশোর জেলায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, নড়াইল জেলায় ড. মামুন আহমেদ, মেহেরপুর জেলায় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়া জেলায় বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, খুলনা জেলায় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সাতক্ষীরা জেলায় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, বাগেরহাট জেলায় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঝিনাইদহ জেলায় মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা জেলায় মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, হবিগঞ্জ জেলায় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট জেলায় খন্দকার আবদুল মুক্তাদির এবং সুনামগঞ্জ জেলায় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন আজকের পদযাত্রায় নেতৃত্ব দিবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: