জ্যাকুলিন ও নোরার পর অভিযুক্ত আরেক অভিনেত্রী

জ্যাকুলিন  ও নোরার পর অভিযুক্ত আরেক অভিনেত্রী
জ্যাকুলিন ও নোরার পর অভিযুক্ত আরেক অভিনেত্রী

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তসরুপের মামলায় বেশকিছুদিন ধরে আলোচনায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি। এবার আর্থিক তসরুপ মামলায় আলোচনায় এসেছে আরেক বলিউড অভিনেত্রীর নাম। সম্প্রতি সুকেশের মামলায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে ছোট পর্দায় দর্শকপ্রিয় অভিনেত্রী চাহাত খান্না’র। সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ পিঙ্কি ইরানিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে বিভিন্ন তথ্য। অভিযুক্ত সুকেশের হয়েই পিঙ্কি ইরানি যোগাযোগ করতেন মডেল এবং অভিনেত্রীদের সঙ্গে। তাদের সঙ্গে দেখা করার কথা বলতেন কিংবা ফোনে কথা বলার প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ওই অভিনেত্রী ও মডেলদের দামি দামি উপহারও পাঠাতেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, চাহাত খান্না, সোফিয়া সিং, আরুশা পাতিল চন্দ্রশেখরের সঙ্গে দেখা করেন জেল চত্বরে। অভিযুক্ত নিজেকে দক্ষিণী ছবির প্রযোজক হিসেবে পরিচয় দেন। সূত্রের খবর, পিঙ্কি ইরানিই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ওই অভিনেত্রীদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন।

৪ অভিনেত্রীকেই দামি উপহার দেয়া হয়েছিল। অভিনেত্রী আরুশা পাতিলের অ্যাকাউন্টে ৫.২০ লাখ রুপি ট্রান্সফার করা হয়। অন্যদিকে চাহাত খান্নাকে ২ লাখ রুপি এবং নামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দেয়ার অভিযোগ উঠেছে। এই মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চাহাতের জবানবন্দি রেকর্ড করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom