চুরি হলো বিশ্বের সবচেয়ে দামি আম
এক কেজির জন্য খরচ করতে হয় অন্তত ৩ লাখ টাকা।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিশ্বে এমন আমও রয়েছে, যা আমজনতার নাগালের বাইরে। সেই বিরল আমের দামও আকাশছোঁয়া। এক কেজির জন্য খরচ করতে হয় অন্তত ৩ লাখ টাকা। কিন্তু ছোট্ট ভুলে ওড়িশার আমচাষি লক্ষ্মীনারায়ণের বাগান থেকে চুরি হয়ে গেছে সেই মহামূল্য ‘অমৃত ফল’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের আমবাগানের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। তার মধ্যে ছিল কেজি ৩ লাখ ২৯ হাজার টাকার সেই আমের ছবিও। পরদিনই দেখেন চুরি হয়ে গেছে বহুমূল্য চারটি আম। সূত্র: ইন্ডিয়া টুডে