চন্দ্রযান-৩ এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে ভারত ও রাশিয়ার দুই নভোযান চন্দ্রযান-৩ ও লুনা-২৫। আগামী ২১ অগাস্ট রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এছাড়া ভারতের ইসরো জানিয়েছে—চন্দ্রযান-৩ অবতরণ করবে ২৩ অগাস্ট। সেই হিসেবে চন্দ্রযান-৩ এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫।
বৃহস্পতিবার মস্কোর মহাকাশ গবেষণা সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে এই সময়ের খবরে বলা হয়, চাঁদের কক্ষপথে প্রবেশের সময়টা বেশ কঠিন ছিল। লুনা ২৫ ইতোমধ্যে সেটা পার করেছে। কয়েকদিনের মধ্যে চাঁদের আরও কাছে পৌঁছাবে ল্যান্ডারটি। এর পর নির্ধারিত জায়গায় সফট ল্যান্ডিং করবে। এতে বলা হয়, চাঁদের দক্ষিণ মেরুতে আগামী ২৩ অগাস্ট বিকেল সাড়ে ৫টায় চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। নভোযানটির বর্তমান অবস্থান নিয়ে গত এ তথ্য দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ভারতের সংবাদ মাধ্যমটির দাবি, চাঁদে আগে নামলেও তথ্যের নিরিখে লুনা ২৫ এর চেয়ে এগিয়ে থাকবে চন্দ্রযান ৩। কেননা ল্যান্ডার বিক্রমের মধ্যে আছেন রোভার প্রজ্ঞান। অবতরণের পর ল্যান্ডারটির পেট থেকে বেরিয়ে আসবে ৬ চাকার ওই রোবট যান। চাঁদের বুকে অনেকটা এলাকা জুড়ে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে লুনা ২৫ এ কোনও রোভার না থাকায় এক জায়গায় দাঁড়িয়েই গবেষণা চালাতে হবে মস্কোর এ নভোযানকে।