চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এরশাদ হোসেন। 

তিনি বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।  আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে টায়ারের গোডাউন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।

এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতেও পারছে না। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।