গভীর রাতে এ্যানিকে তুলে নিয়ে গেছে পুলিশ : রিজভীর নিন্দা
আজ এক প্রতিক্রিয়ায় তিনি এ নিন্দা জানান।
নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে দরজা ভেঙে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ এক প্রতিক্রিয়ায় তিনি এ নিন্দা জানান। তিনি বলেন চারদিক থেকে সরকার পতনের আওয়াজ উঠায় তারা বেসামাল হয়ে আবারও গ্রেফতার নির্যাতন ও ফরমায়েশি রায়ের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়া শুরু করেছে।
কিন্তু এসব করে তাদের শেষ রক্ষা হবে না। তিনি বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সব মামলায় জামিনে থাকার পরও তাকে বাসা থেকে ডাকাতদের মতো তুলে নিয়ে আসা মানে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, কিন্তু জনগণ আর নিপীড়নকে ভয় পায়না। বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসী বিশ্বাস করে তারা আর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং যতই গ্রেফতার নির্যাতন হোক না কেন পতন ঠেকানো যাবে না। রিজভী আহমেদ অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তি দাবি করেন।
এদিকে আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তার পরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে যায়। ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ। ধানমন্ডি থানায় নিয়ে গেলে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছুটে যান।