গণসমাবেশের মাঠে নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা

শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার নেতা-কর্মীরা আগেই অবস্থান নিয়েছেন।

গণসমাবেশের মাঠে নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করেছেন নেতা-কর্মীরা। নামাজ শেষে বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

দুপুরে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, এখানে মূলত শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার নেতা-কর্মীরা আগেই অবস্থান নিয়েছেন। তাদের অনেকে জানান, তারা বাস বন্ধের খবরে আগেই এসে জড়ো হয়েছেন। মাঠে সামিয়ানা টাঙিয়ে রাত কাটিয়েছেন। স্থানীয় বিভিন্নজনের বাড়ির উঠোনেও রাতে ঘুমিয়েছেন।

গণসমাবেশের সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, গতকাল রাতে অনেক নেতা-কর্মী সমাবেশের মাঠে রাত কাটিয়েছেন। তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজও অনেকে বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom