গুজরাটে ঝুলন্ত সেতু ধস: এক পরিবার হারিয়েছে ১২ জন
সম্প্রতি ভারতের গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ধসে পড়ে
প্রথম নিউজ, ডেস্ক : সম্প্রতি ভারতের গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ধসে পড়ে। এতে একই পরিবারের ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ওই দিন তারা সবাই সেখানে ঘুরতে গিয়েছিলেন। খবর সিএনএনের।
দাদা সুন্দরজী বোধা নামের এক ব্যক্তি জানিয়েছেন, ওই মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবারের অনেক সদস্যের মৃত্যু হয়েছে।
সুন্দরজী বোধা বলেন, এই ঘটনার ফলে দুঃখ-কষ্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি এক সঙ্গে পাঁচ নাতি, চার মেয়ে ও তিন জামাইকে হারিয়েছি।
পরিবারের জন্য শোকার্ত বোধা সাদা পোশাক পড়ে বলেন, ছোট ছোট শিশুরাই ছিল আমার সব। এখন আর তারা আমার সঙ্গে নেই, যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা কীভাবে এই শোক বহন করবো, তা জানি না।
এদিকে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির নয়জনকে গ্রেফতার করে পুলিশ। চলছে তদন্ত।
ধারণা করা হয়, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুতে ৫০০ মানুষ ছিল। এছাড়াও এটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতের পর চারদিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়।
৩০ অক্টোবর ভারতের গুজরাটে মোরবি জেলার মচ্ছু নদীতে একটি ক্যাবল সেতু ভেঙে পড়ে। এতে শতাধিক নিহত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews