খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২৩

খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২৩

প্রথম নিউজ, খুলনা : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের ১০ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৬৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৬২ জন কুষ্টিয়ার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৩২, ঝিনাইদহে ৫৬, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, নড়াইলে ২৩, মাগুরা ৫০, মেহেরপুরে ২৯, বাগেরহাটে ১৪, চুয়াডাঙ্গায় ৯, খুলনার অন্যান্য হাসপাতালে ৩৮, সাতক্ষীরায় ১২ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ১৭ হাজার ৮৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৪৪৪ জন। চলতি বছর বিভাগে ৫৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬, যশোরে ১১, কুষ্টিয়ায় ১০, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৩ এবং সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলের হাসপাতালে একজন করে মারা গেছেন।