খুলনায় চাাঁদাবাজির মামলায় সাবেক কাউন্সিলর লিলি কারাগারে

প্রথম নিউজ, অনলাইন: খুলনা মহানগরীর রয়্যাল মোড়ের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের পতিত কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম মামলার এজাহার উল্লেখ করে বলেন, ২০২৪ সালের ১৬ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে নগরীর হোটেল রয়্যাল মোড়ে ফ্যাশন জোন বাই লিন্ডা দোকানের ভেতরে অনাধিকার প্রবেশ করে কর্মচারী আলভী হাসান নোভাকে উদ্দেশ্য করে ওই মামলার প্রধান আসামি ফাতেমা ওরফে রিক্তা ওরফে রিক্তা পারভীন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
‘চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে পারবি না’ বলে হুমকি দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকার করায় ফাতেমা ওরফে রিক্তা ওরফে রিক্তা পারভীনের নির্দেশে রেকসোনা কালাম লিলিসহ অন্যান্যরা ওই দোকানে ভাংচুর শুরু করেন।
তিনি আরো জানান, পরে ফাতেমা আক্তার রিক্তা ওরফে রিক্তা পারভীন এবং ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপু ও শিমরত মুক্তা তাদের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার হুমকি দেন। এ সময় উক্ত অভিযুক্তরা ক্যাশ থেকে নগদ দুই লাখ টাকা এবং রেকসোনা কালাম লিলিসহ অন্যান্যরা ওই দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের কসমেটিক এবং ড্রেস লুট করে নিয়ে যায়।
এজাহারে উল্লেখিত আসামিরা দোকান ভাংচুর এবং লুটপাট করে যাওয়ার সময় ঘটনাস্থলে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দোকান কর্মচারী আলভী হাসান নোভা বাদী হয়ে মামলা দায়ের করেন।’