খালেদা জিয়া ফের সিসিইউতে

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলার সিসিইউতে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়া ফের সিসিইউতে

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ ৬২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলার সিসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে এ  তথ্য জানা গেছে। এর আগে আরও তিনদফা তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। কয়েক ঘণ্টা পর ফের তাকে কেবিনে স্থানান্তর করা হয়। 

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর পেটে পানি চলে আসছে অনবরত। পেটের পানি অপসারণের জন্য তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পানি অপসারণের পর ফের তাকে কেবিনে নেয়া হয়।  উল্লেখ্য, গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী।