কারাবন্দি হাবিবের বাসায় রিজভী

 কারাবন্দি হাবিবের বাসায় রিজভী

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কারাবন্দি হাবিবুর রহমান হাবিবের শ্যামলীর বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকাল ১০টায় তিনি তার বাসায় যান এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

এসময় তিনি ঈদের আগেই হাবিবুর রহমান হাবিবসহ কারাগারে বন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।