কাবুল বিমানবন্দরে হামলার মাস্টারমাইন্ডকে হত্যা করেছে তালেবান
ওই হামলার প্রধান মাস্টারমাইন্ডকে হত্যা করেছে তালেবান। এমনটাই দাবি করেছে মার্কিন কর্মকর্তারা।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ২০২১ সালের আগস্ট মাসে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের (আইএস) ভয়াবহ হামলায় অন্তত ১৮৩ জন নিহত হয়েছিলেন। ওই হামলার প্রধান মাস্টারমাইন্ডকে হত্যা করেছে তালেবান। এমনটাই দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। তারা মার্কিন গণমাধ্যম সিবিএসকে জানান যে, আরও অন্তত কয়েক সপ্তাহ আগেই ওই আইএস নেতাকে হত্যা করে তালেবান। যদিও ওই আইএস নেতা আসলে কে তার নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
বিবিসির খবরে জানানো হয়, ২০২১ সালে যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে তখন হাজার হাজার মানুষ দেশটি থেকে পালাতে কাবুল বিমানবন্দরের কাছাকাছি জড়ো হয়। সেসময় ওই ভয়াবহ আত্মঘাতী বোমা হামলাটি ঘটে। এতে ১৭০ বেসামরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হয়েছিল। এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তারা নিশ্চিত যে, আইএসের ওই নেতাকে হত্যা করা হয়েছে।
কিন্তু কীভাবে তারা জানতে পেরেছে বা কে সেই হামলাকারী তা স্পষ্ট করেননি মার্কিন কর্মকর্তারা। সিবিএসকে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, সরকারের বিশেষজ্ঞরা পুরোপুরি নিশ্চিত যে, এই ব্যক্তি ওই হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী। যদিও আইএসের ওই নেতার হত্যার বিষয়টি প্রথম মার্কিন কর্মকর্তারা জানতে পারেন এপ্রিল মাসের শুরুর দিকে। তবে বিষয়টি নিশ্চিত হতে সময় নিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান তাকে খুঁজে হত্যা করেছে নাকি সাধারণ যুদ্ধেই তার মৃত্যু হয়েছে তা অবশ্য জানে না দেশটি।
বিমানবন্দরে বোমা হামলায় দায়ী আইএস নেতার হত্যার বিষয়ে সোমবার থেকে নিহত মার্কিন সেনাদের পরিবারকে অবহিত করতে শুরু করেছেন কর্মকর্তারা। ওই হামলায় নিহত মেরিন স্টাফ সার্জেন্ট টেইলর হুভারের পিতা ডারিন হুভার সিবিএসকে নিশ্চিত করেছেন যে, মেরিন কর্পস থেকে তাকে এই তথ্য জানানো হয়েছে। সিবিএসকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কর্মকর্তারা তাকে অভিযানের বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু তারা বলেছে যে, তাদের সোর্স খুবই বিশ্বাসযোগ্য এবং তারা অনেকগুলো সূত্র থেকে নিশ্চিত হয়েছে যে, হামলার জন্য দায়ী ব্যক্তি নিহত হয়েছে।