কক্সবাজারে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় তাকে হত্যা করা হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় আব্দুর রহমান নামে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় তাকে হত্যা করা হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। নিহত আব্দুর রহমান ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার মালুমঘাট বাজারের একটি দোকানে বসে বন্ধুদের সঙ্গে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহমান। তথন অস্ত্রধারী দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ডুমখালী এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে। পরে নিহতের লাশ রেললাইনের পাশে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।